ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে লাশ হলেন নারী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে লাশ হলেন নারী 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিচে কাটা পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

শনিবার (২৬ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।  

একইদিনে সকালে আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এক কিশোরের মরদেহ পাওয়া গেছে।

তার নাম মোঃ সুমন (১৬)। আশুগঞ্জ উপজেলার ফকিরবাড়ি এলাকার মৃত কাসেমা মিয়ার ছেলে তিনি।  

কীভাবে আর কোন সময়ে কোন ট্রেনে কাটা পড়ে সুমনের মৃত্যু ঘটেছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।  

দুই মৃত্যুর খবর নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীম হোসেন সিকদার বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এ·প্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় ৩৫ বছরের এক নারী চলন্ত ট্রেনে উঠতে যান। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি। পুলিশ তার মরেদহ উদ্ধার করেছে। পিবিআই এর একটি দল নিহত ওই নারীর পরিচয় শনাক্তে কাজ করছে। এছাড়াও আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী রেললাইন থেকে মোঃ সুমন নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

উদ্ধার হওয়া দুই মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান আলীম হোসেন সিকদার।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এসএএইচ 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।