ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
রাজধানীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর তেজগাঁও পশ্চিম তেজতুরি বাজার এলাকায় গাছ থেকে পড়ে সানি (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্থানীয় থানায় বিষয়টি অবগত করা হয়েছে।

নিহত সানিকে হাসপাতালে নিয়ে যাওয়া ডিপিডিসি'র সহকারী প্রকৌশলী মুক্তাদির জানান, তারা ওই এলাকায় একটি প্রজেক্টের কাজ করছিলেন। সানি তাদের লেবার। সকালে পশ্চিম তেজতুরি বাজার এলাকায় গাছের ডাল কাটতে মই দিয়ে গাছে ওঠেন সানি। তখন সেখান থেকে নিচে পাকা রাস্তায় পড়ে মারাত্মক আঘাত পান সানি। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

তবে নাম ছাড়া ওই যুবকের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি তারা।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।