ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ডিজিএফআই কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় র‍্যাবের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
ডিজিএফআই কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় র‍্যাবের মামলা

কক্সবাজার: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে র‌্যাবের উপর হামলা ও ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে মামলাটি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১৫।

শনিবার (২৬ নভেম্বর) দুপুর দুইটার দিকে মামলা লিপিবদ্ধ করার কথা জানান নাইক্ষ্যংছড়ি থানার ওসি তদন্ত মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, ৪৮ ঘণ্টা আগে ডিজিএফআই কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গেল ১৪ নভেম্বর (সোমবার) র‌্যাব এবং ডিজিএফআইয়ের মাদক-বিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বান্দরবান জেলার তুমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়।

এ সময় চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) শহীদ হন এবং র‌্যাবের একজন সদস্য আহত হন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এসবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।