ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কেরাণীগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রিল কেটে চুরি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
কেরাণীগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রিল কেটে চুরি

কেরাণীগঞ্জ: ঢাকার কেরাণীগঞ্জে তারানগর ইউনিয়ন পরিষদ ভবনের জানালার গ্রিল কেটে একটি ল্যাপটপ, একটি ব্যাগ ও  নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৫ নভেম্বর)  দিবাগত রাতে কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক।

 

এ ঘটনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।  

চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক বলেন, কে বা কারা ইউনিয়ন পরিষদের সামনের একটি জানালার গ্রিল কেটে কক্ষে প্রবেশ করে। তারা একটি ল্যাপটপ, মূল্যবান কাগজপত্রসহ ১টি ব্যাগ ও তিনটি আলমারির তালা ভেঙে নগদ ১৫ হাজার টাকা নিয়ে গেছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা সব কিছু দেখে জানা যাবে।

অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন অর রশিদ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।