ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

১১ বছর পর চরফ্যাশনের ২ ইউপিতে চলছে ভোট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
১১ বছর পর চরফ্যাশনের ২ ইউপিতে চলছে ভোট

ভোলা: টানা ১১ বছর পর ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ও ওমরপুর ইউনিয়নে উৎসবমুখ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

সোমবার (২৮ নভেম্বর) সকাল থেকেই এ দুই ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট চলতে দেখা গেছে।

কেন্দ্রগুলোতে ভোটারেদের উপস্থিতি শন্তোসজনক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ছে।

এ দুই ইউনিয়নে ২৬টি পদের মধ্যে চেয়ারম্যান পদে আটজন প্রার্থীসহ মোট ১১০ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এদিকে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রের দায়িত্বে নির্বাচনী মাঠে রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা।

এছাড়া মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্টাইকিং ফোর্স।

বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসার মো. আলাউদ্দিন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথায় কোনো সমস্যা নেই। ভোটারদের উপস্থিতি আরও বাড়বে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।