ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে কোবাদ আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত কোবাল আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের মধ্যখড়কপুর এলাকার মুশরিভুজা মহল্লার মৃত সুলতান আলীর ছেলে।

এপিপি রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের জুলাই মাসের ৮ তারিখ দুপুরে পারিবারিক কলহের জেরে কোবাদ আলীর হাসুয়ার কোপে তার স্ত্রী আয়েশা বেগমের মৃত্যু হয়। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার দুপুরে কোবাদ আলীর বিরুদ্ধে এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।