ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
করিমগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক আটক প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জে ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প।

 

আটকরা হলেন- করিমগঞ্জ উপজেলার ঝাউতলা এলাকার মো. জাহেদের ছেলে হৃদয় (২২) ও একই উপজেলার কলাবাগ এলাকার মো. সৌরভের ছেলে সোহাগ (২৬)।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরের ২টার দিকে করিমগঞ্জের চাতলবাজার এলাকার রাস্তায় চেকপোস্ট বসিয়ে ওই দুই যুবককে আটক করে র‌্যাব সদস্যরা। তাদের কাছ থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেট ও দুইটি মোবাইলফোন জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।