ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

মুক্তমত

দাউ দাউ করে জ্বলুক পাপ মোচনের এই খান্ডব দাহন

আলীম হায়দার, অতিথি লেখক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৩
দাউ দাউ করে জ্বলুক পাপ মোচনের এই খান্ডব দাহন

কাদের-নিজামী-মুজাহিদ-সাঈদী আর গোলাম আযমদের রক্ত চাই- মৃত্যু চাই
মৃত্যু চাই- বিচার চাই, বিচার চাই- বিচার চাই দাবিতে
চীৎকার করে করে মায়েদের চীৎকার বোনদের চীৎকার
ক্ষীণ হয়ে আসে সব শহীদের চীৎকার !
-এখনি সময়, এখনি সময় বিচার করার।

সময় হয়েছে রাজাকরাগুলোকে রাস্তার মোড়ে মোড়ে ফাঁসিতে ঝুলিয়ে দেবার।


ধর্ষক, লম্পট, খুনী, লুটেরাদের পাপের ছায়া থেকে বাংলা-মাকে মুক্তি দিতে
আজ তারুণ্য নেমেছে, জনতা নেমেছে মাঠে- শাহবাগ মোড়ে তরুণ মুক্তির হুংকার।

এখনই সময় থামিয়ে দেয়া জাতির বুকে জ্বলতে থাকা চার দশকের অবিচার
এখন সময়-এটাই সময়-কোটি কোটি ছাত্র-জনতার চোখের আগুন নেভাবার
সময় এসেছে নতুন প্রজন্মের কালিমা মুক্ত হবার।

জেগে ওঠো, জেগে ওঠো, জেগে ওঠো ছাত্র-জনতা
উপড়ে ফেল মায়ের মাটি থেকে অশুভ পিশাচদের বীভৎস কায়া।
এখনই সময়- মুছে ফেল চল্লিশ বছরের ব্যর্থতা।
জেগে ওঠো, জেগে ওঠো, জেগে ওঠো- মুক্তির রক্তভেজা মাটিতে বেড়ে ওঠা ছাত্র-জনতা।

এখনই সময় মোচন করা জাতির বুকে জিইয়ে থাকা ৭১’এর অত্যাচার
এখন সময়-এটাই সময়-কোটি কোটি ছাত্র-জনতার মনের আগুন নেভাবার
সময় এসেছে নতুন প্রজন্মের কালিমা মুক্ত হবার।

(৭১ এর হায়েনা, হিংস্র রাজাকারদের ফাঁসি বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা তরুণ মুক্তিসেনাদের উদ্দেশ্যে, জয় হোক নতুন প্রজন্মের)

লেখক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৩
শরিফুল ইসলাম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।