ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

মুক্তমত

ওরা শুধু রক্ত চায়!

ড. সামিম উল মওলা, উন্নয়ন গবেষক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
ওরা শুধু রক্ত চায়!

প্রতি উন্মত্ত হরতালে, প্রতিটি ফন্দি ফিকিরের বিক্ষোভে-
এমন কি বায়তুল মোকারম মসজিদেও এখন প্রতিটি জুমাবার-
ওদের চাই লাল, তাজা আর ইষত উষ্ণ রক্ত রক্ত রক্ত!
মানুষের রক্ত চাই ওদের!
ওদের আরো জমে যায় পাওয়া গেলে ছেড়া খোড়া মাংস পিন্ড-
ওদের মচ্ছব বসে বিকৃত আনন্দে-
আমার বাপ দাদার চৌদ্দ পুরুষের ধর্মকে ওরা পরিহাস করে-
সেখাতে চায় ওদের নিজস্ব ধর্ম-
আমি ওদের কাছে হয়ে যাই ফিনকি দিয়ে ছোটা রক্ত
লাল লাল রক্তে মোড়ানো মাংস পিন্ড
আমাদের সরকার ও বেসরকারী দলও তাতে নিশ্চুপ থাকে!
ঠারে ঠোরে কথা বলে-
সোজা কথা বলতে ভয় পায়!
তাদের নাকি আগামীতে ওদেরকে বড় দরকার-
ক্ষমতায় যেতে হবে তো তাই, বলুন তো বেচারারা কি করবে?

এই শুনুন, আপনারা তো লাশ খুজে খুজে ক্লান্ত-
দোহাই আপনাদের, আমার রক্ত, মাংস আর লাশটি নিন!
জমিয়ে দিন আন্দোলন-
আমার কিছু মাংস মাংসাশী ধর্ম ব্যাবসায়ী দোসরদের দিন-
দিয়ে বলুন এটা একদা আপনাদেরই ফতোয়ার
এক ক্লান্ত অসহায় "মুরতাদের" লাশ, দেহ , মাংস আর রক্ত!
করুন আন্দোলন আর আবার ক্ষমতায় এসে দেশ লুঠ করুন-
যেমন টি সবাইই করছেন!

তাই এবারের হরতালে আমার রক্ত, মাংস আর লাশ বন্টন করুন!
কিন্তু দোহাই, অন্য ধর্মের ওই শেষ কয়টা আতংকিত মানুষকে
আর মারবেন না, যন্ত্রনা দেবেন না, "গনিমতের" মাল করবেন না!
এবারের হরতালে আমার রক্ত, মাংস আর লাশ বন্টন করুন!

বাংলাদেশ সময় ২২৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।