ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

মুক্তমত

সাম্প্রদায়িক হামলার অন্তত একটি ঘটনার বিচার করুন

শরিফুজ্জামান শরিফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
সাম্প্রদায়িক হামলার অন্তত একটি ঘটনার বিচার করুন

মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা মেনে নেওয়া যায় না। কিন্তু বিচারহীনতার সুযোগ নিয়ে একটি চক্র সেই ঘৃণ্য ঘটনা ঘটিয়েই চলেছে।

আমরা তার প্রতিবাদ করছি, কিন্তু বিচার পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে এই অব্যাহত হামলা মোকাবেলায় আমাদের বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা ভাবতে হচ্ছে।

আমরা আজ সরকারের কাছে দাবি জানাচ্ছি, অন্তত একটি ঘটনার বিচার করার মধ্য দিয়ে বিচারহীনতার এই সংস্কৃতি পাল্টাতে এখনই পদক্ষেপ নিন। মনে রাখতে হবে একাত্তর সালে যারা হামলা করেছে, তারা ছিল পাকিস্তানি বা তাদের সমর্থক। একই সাথে সে সময় যারা ক্ষমতায় ছিল তারাও ছিল পাকিস্তানি। কিন্তু এখন আমাদের জন প্রতিনিধিরাই ক্ষমতায়, তাই এই জনগোষ্ঠীর নিরাপত্তা দিতে না পারার দায় আমরা এড়াতে পারি না।

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দেশ জুড়ে বিভিন্ন স্থানে অসাম্প্রদায়িক সচেতন নাগরিক সমাজের কর্মসূচি পালিত করেছে। রাজধানীতে নাগরিক সংহতি’র ব্যানারে অনুষ্ঠিত একটি কর্মসূচি থেকে অন্তত একটি সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচার প্রত্যাশাও করা হয়েছে।

সাম্প্রদায়িক এই হামলায় ক্ষতিগ্রস্তদের বসতবাড়ি-ধর্মীয় উপাসনালয়ে ভাঙচুর ও জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে, করা হয়েছে লুটপাট। ফলে দিনাজপুর, সাতক্ষীরা, ঠাকুরগাঁও,  যশোর, জয়পুরহাট, লক্ষ্মীপুর প্রভৃতি জেলায় নির্যাতিত ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবার ও তাদের স্বজনরা নিরাপত্তাহীন মানবেতর জীবন-যাপন করছে।

৪২ বছর আগে মুক্তিযুদ্ধের সময় যেভাবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণের টার্গেট করা হয়েছিল, যেভাবে তাদের ওপর নির্যাতন করা হয়েছিল তা এখনও বহাল আছে। যার অন্যতম বহিঃপ্রকাশ ঘটেছে সাম্প্রতিক সময়ে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা, তাদের মন্দির ও প্রতিমা ভাঙচুরের মধ্য দিয়ে।

আমরা জানি না, দেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে যেসব কারণে, সেসব কারণের সঙ্গে ধর্মীয় সংখ্যালঘুদের এবং তাদের মন্দির ভাঙার প্রাসঙ্গিকতা কোথায়? অথচ ধর্মের নামে মুক্তিযুদ্ধে পরাজিত জামায়াতে ইসলাম ও তাদের অনুসারীরা দেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করেছে। ঘটনা ঘটার পর তার দায় চাপানোর জন্য বড় রাজনৈতিক দলগুলোর প্রতিযোগিতার কারণে অপরাধীরা নিরাপদে থেকে যায়। ফলে তারা পরবর্তীতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায়। আমরা অপরাধীর রাজনৈতিক পরিচয় জানতে চাই না, আমরা অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তার বিচার চাই।

আমরা একই সাথে সরকার, তার দল ও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছি। আমরা জানতে পেরেছি, কোথাও ধর্মীয় সংখ্যালঘুদের জমি থেকে উচ্ছেদ করতে চাপ দিতে স্থানীয় অনেক রাজনীতিবিদ পারস্পরিক রাজনৈতিক বৈরীতা ভুলে যান। তাদের অভিন্ন লক্ষ্য হয়ে ওঠে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে তাদের সম্পদ দখল।

আমরা দেশের অসাম্প্রদায়িক,  ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি ও ব্যক্তি প্রতিষ্ঠানকে সাম্প্রদায়িক এই হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই। আমরা মনে করি, দীর্ঘ সময় পার হলেও ক্ষতিগ্রস্ত শত শত মানুষ নিরাপত্তাহীন ও অনাহারে মানবেতরভাবে বেঁচে আছে। অথচ তাদের পুনর্বাসন প্রক্রিয়ার চেয়ে এটা নিয়ে রাজনৈতিক দলাদলি, একপক্ষকে রক্ষার চেষ্টা, আবার দায়ভার পরস্পরের উপরে চাপানোর মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে।

শরিফুজ্জামান শরিফ, সাবেক ছাত্রনেতা

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।