ঢাকা: আওয়ামী লীগ ১/১১ এর প্রেতাত্মা হিসেবে ক্ষমতায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, আসল সমস্যা হলো ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচন।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভার আয়োজন করে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ।
আওয়ামী লীগের চরিত্র স্বৈরশাসক দাবি করে মিন্টু বলেন, তাদের চরিত্রের মধ্যে কিছু বৈশিষ্ট আছে। তাদের প্রধান কাজ হলো জনগণের অধিকার হরণ করা। সর্বদিকের অধিকার যেমন ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার। আপনি বিশ্লেষণ করে দেখেন, তাদের কাজই হলো মানুষকে বেকারগ্রস্ত করা, এক ধরনের স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করা।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, দেশের এমন কোনো সম্পদ নেই, যা তারা লুটপাট করছে না। মাইনরটির ঘরবাড়ি দখল করা থেকে শুরু করে দেশের ব্যাংকগুলো পর্যন্ত খালি করে দিচ্ছে। তাদের দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে, যার কারণে সাধারণ মানুষের জীবনযাপন কষ্টকর হয়ে যাচ্ছে।
সরকার অর্থনৈতিক বিষয়ে যত মন্তব্য করেছে তার প্রতিটি বিষয় উল্ট হয়েছে বলে দাবি করেন আব্দুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, মূল্যস্ফীতি মানুষ বলে ১৫ থেকে ১৬ শতাংশ। কিন্তু তারা বলে ৯ শতাংশ মূল্যস্ফীতি। অন্যদিকে দেশে তিন বছর ধরে ডলার নেই। তারপরও যখন তারা আর ৮৪ টাকা ধরে রাখতে পারেনি, তারপর দাম বেড়ে টাকার মান কমে এখন ডলার প্রতি ১০৮ টাকা দাঁড়িয়েছে।
পরিসংখ্যান ব্যুরোর তথ্য এখন কেউ আর বিশ্বাস করে না মন্তব্য করে আওয়াল মিন্টু। বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কে এমন এক যায়গায় নিয়ে গেছে যেখানে দেশে বিদেশে কেউই এই সংস্থার পরিসংখ্যান বিশ্বাস করতে পারেন না। সকালে ঘুম থেকে উঠে তারা বলে আমরা নাকি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু আমি তো দেখি চাল ডাল যাকিছু আমরা উৎপাদন করি তার বড় একটা অংশ আমাদের আমদানি করে চাহিদা মেটাতে হয়। এমন মিথ্যাচার করে সরকার প্রতিনিয়ত দেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ভাবে ধ্বংস করে দিচ্ছে বলে দাবি করেন বিএনপির এ ভাইস চেয়ারম্যান।
আলোচনা সভাটির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন আলম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
ইএসএস/জেএইচ