ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

সোনারগাঁয়ে বিএনপির পাঁচ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
সোনারগাঁয়ে বিএনপির পাঁচ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুরাতন বিস্ফোরক ও আওয়ামী লীগ অফিস ভাঙচুরের মামলায় বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (২ ডিসেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বারদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জামাল হোসেন, জামপুর ইউনিয়নের ৬ নম্বর  ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মো. বাদল, জামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ ফারুক ও মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আরিফ।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ জানান, থানায় আগের বিস্ফোরক আইনের দায়ের করা মামলা ও আষাঢ়িয়ার চরের একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২২
এমআরপি/এসএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।