ঢাকা: যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার (৬ ডিসেম্বর) সংবিধান সংরক্ষণ দিবস পালন করবে জাতীয় পার্টি (জাপা)।
শনিবার (৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ ডিসেম্বর বেলা ১১টায় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবসের আলোচনা অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হবে সভা।
প্রসঙ্গত, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতির পদ থেকে সংবিধান অনুযায়ী পদত্যাগ করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রতিবছর ৬ ডিসেম্বর কেন্দ্রীয়ভাবে এবং জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় পার্টি সংবিধান সংরক্ষণ দিবস পালন করে আসছে।
সভায় সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এসএমএকে/জেডএ