ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদার বাসভবনের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
খালেদার বাসভবনের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশের রাস্তায় চেক পোস্ট বসিয়েছে পুলিশ। চেকপোস্ট বসালেও সেখানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

রিকশা ছাড়া অন্যান্য যানবাহনে খুব বেশি একটা তল্লাশি চোখে পড়েনি।

রোববার (৪ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, খালেদা জিয়ার বাসভবনে প্রবেশের দুই পাশে চেকপোস্ট বসানো। সেখানে অতিরিক্ত ১০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা জানান, গতরাতে হঠাৎ করেই চেকপোস্ট বসানো হয়েছে। তবে চেকপোস্ট বসানোর কারণ সম্পর্কে অবগত নন তারা।

এদিকে ঢাকা বিভাগীয় গণসমাবেশ বাধাগ্রস্ত করতে খালেদা জিয়ার বাড়ির সামনে নতুন করে চেকপোস্ট বসানো হয়েছে বলে মনে করছেন বিএনপি নেতারা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলানিউজকে বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ পূর্বনির্ধারিত কর্মসূচি। এই কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে সরকার বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে চেকপোস্ট বসিয়েছে। তবে পূর্বনির্ধারিত স্থান ও সময় অনুযায়ী বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চেকপোস্ট বসানো হয় জানিয়ে দিদার বলেন, বিএনপি চেয়ারপারসনের গুলশানের ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাসভবনে (ফিরোজায়) অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রোডের দুই পাশেই চেকপোস্ট বসানো হয়েছে।

১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশে বিপুল লোকসমাগম করতে চায় বিএনপি। এ নিয়ে সরকারি দলের পক্ষ থেকেও পাড়া-মহল্লায় সতর্ক প্রহরাসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হচ্ছে।

গত ১২ অক্টোবর চট্টগ্রাম থেকে বিএনপির গণসমাবেশ শুরু হয়। ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেটে ও ২৬ নভেম্বর কুমিল্লায়, ৩ ডিসেম্বর রাজশাহী গণসমাবেশ করেছে দলটি। ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ হবে।

এই গণসমাবেশকে ঘিরে রাজধানীতে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিসহ সতর্ক পাহারা বসানোর পরিকল্পনায় দিনটি ভিন্ন মাত্রা পাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
টিএ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।