ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরই করতে হবে: জালাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরই করতে হবে: জালাল

ফেনী: দেশের পুলিশ পাইকারি দরে বিক্রি হয়ে গেছে। নিজেদের নিরাপত্তার ব্যবস্থা তাই নিজেদেরই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার।

ফেনী বড় বাজারে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব মন্তব্য করেন।

জালাল উদ্দীন বলেন, অনেক হয়েছে, প্রতিবাদ অনেক করেছি; এবার প্রতিরোধের পালা। নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করতে হবে। পুলিশ তো সরকার দলের কাছে পাইকারি দরে বিক্রি হয়ে হয়েছে। তাদের কাছে আমজনতার চাওয়ার কিছু নাই। তারা সরকারি পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে।

ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুলের ওপর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে ফেনী পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেনী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক খুরশীদ আলম ভূঁইয়া। সভায় সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।

এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহ্বায়ক এয়াকুব নবী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ভিপি জাহিদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি বেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ।

উপস্থিত ছিলেন বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এসএইচডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।