ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মী আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
দিনাজপুরে জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মী আটক 

দিনাজপুর: দিনাজপুরে মিছিল-সমাবেশ থেকে জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের বাহাদুর বাজার ও রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বলেন, আজকে জেলা বিএনপির গণমিছিল ছিল। এ মিছিলে যোগ দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য জামায়াত-শিবিরের নেতাকর্মীরা একত্র হতে থাকে। আমরা সেখান থেকে ২৫ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।