ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জিয়া মঞ্চের শেরপুর জেলা কমিটি অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
জিয়া মঞ্চের শেরপুর জেলা কমিটি অনুমোদন

ঢাকা: মো. আসাদ খানকে আহ্বায়ক ও শাহিন সরকারকে সদস্য সচিবের দায়িত্ব দিয়ে জিয়া মঞ্চের শেরপুর জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবাল।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে অন্য যারা রয়েছেন, তারা হলেন-  যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন, জিকিরুল ইসলাম, সুজন সরকার, আসকর মিয়া, টুটুল আহমেদ, দুলাল আহমেদ জাহাঙ্গীর আলম, মিন্টু মিয়া ও হেলাল মিয়া।

সদস্য উজ্জ্বল মিয়া, হানিফ মিয়া, সোহেল মিয়া, শফিকুল মিয়া, ফরিদ হোসেন, সোহাগ মিয়া, শহীদুল ইসলাম, মানিক মিয়া, মো. মুক্তার, আসাদুল আকন, বাবু মণ্ডল, ওয়ারেস মিয়া, জসিম উদ্দিন, রুবেল মিয়া, রকি মিয়া, সালাম মিয়া, তোফায়েল আলম, পারভেজ মিয়া, মো. আক্তারুজ্জামান, মো. লাদেন আহমেদ, মো. আরফান আলী, ইউসুফ মিয়া, মুন্তাজ আলী ও সুকুল মিয়া।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ