নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ এনে পদত্যাগ করেছেন ১৪ জন নেতা।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে একসঙ্গে পদত্যাগ করেন তারা।
পদত্যাগকারী নেতাকর্মীরা হলেন- কাঞ্চন পৌরসভার যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র দেওয়ান আবুল বাশার বাদশা, যুগ্ম আহ্বায়ক নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আমজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. জাকির উদ্দিন, সদস্য মো. শরিফ, মো. মকবুল হোসেন, মো. নবিউল্লাহ, রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর হোসেন, মামুনুর রশিদ, আজগর আলী, সামসুদ্দিন মিয়া, ইব্রাহিম মিয়া।
পদত্যাগকারী নেতারা দাবি করেন, নবগঠিত আহ্বায়ক কমিটিতে অযোগ্য, আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারী ও নিষ্ক্রিয়দের পদায়ন করা হয়েছে। কমিটিতে ত্যাগী ও আন্দোলন সংগ্রামে নেতৃত্বদানকারী নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কমিটি থেকে তারা পদত্যাগ করেছেন।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি কাঞ্চন পৌরসভা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এমআরপি/এসআইএ