ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

জেলা পর্যায়ে বিএনপি ও জোটের পদযাত্রা শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
জেলা পর্যায়ে বিএনপি ও জোটের পদযাত্রা শনিবার

ঢাকা: সারাদেশের সব মহানগরের পর আগামী ২৫ ফেব্রুয়ারি (শনিবার ) জেলা পর্যায়ে এবার নীরব পদযাত্রা করবে বিএনপিসহ সমমনা জোটগুলো।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দেশের ১১টি মহানগরে পদযাত্রার পর বিএনপির নেতারা এই নতুন কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী সব জেলায় পদযাত্রা হবে।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, ১০ দফাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুতের দাম কমানোর দাবিতে এই পদযাত্রা হবে।

আজ ময়মনসিংহে স্থায়ী কমিটির মির্জা আব্বাস, নারায়ণগঞ্জে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিলেটে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহীতে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, খুলনায় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা্হ বুলু, কুমিল্লায় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, গাজীপুরে ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ফরিদপুরে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং রংপুরে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল পদযাত্রা থেকে এইকর্মসূচি ঘোষণা করেন।

সকালে ফকিরাপুল পানির ট্যাংকের কাছে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ শেষে ১২ দলীয় জোটের সমন্বয়কারী জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার অভিন্ন এ কর্মসূচি ঘোষণা করেন।

গত ডিসেম্বের থেকে বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপৎভাবে অভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলন শুরু করে। তারা গত দেড় মাসে সারাদেশে গণমিছিল, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও বিভাগীয় সমাবেশ কর্মসূচি করেছে।

গত ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে আন্দোলন শুরু করে বিএনপিসহ সমমনা জোটগুলো। শুক্রবার ও শনিবার সারাদেশে মহানগরে পদযাত্রা কর্মসূচির পর এ নতুন কর্মসূচি দেওয়া হলো। এছাড়া ঢাকা মহানগর বিএনপি রাজধানীর পাঁচটি জায়গা থেকে পাঁচ দিন নীবর পদযাত্রা করে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।