ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনে সংঘাত নয়, প্রতিযোগিতা চায় আ.লীগ: ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
নির্বাচনে সংঘাত নয়, প্রতিযোগিতা চায় আ.লীগ: ওবায়দুল কাদের ছবি: জি এম মুজিবুর

ঢাকা: নির্বাচনে সংঘাত নয় বরং আওয়ামী লীগ প্রতিযোগিতা চায় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলায় বাংলাদেশ ছাত্রলীগের স্টল পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, রাজনীতির পাশাপাশি নির্বাচনেও প্রতিযোগিতা চায় আওয়ামী লীগ। তবে নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না। সংবিধানের মধ্যে থেকে কোনো বিকল্প প্রস্তাব থাকলে বিএনপি দিতে পারে। তবে কোনোভাবেই সংবিধান সংশোধন হবে না।

তিনি বলেন, সরকারের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব আওয়ামী লীগেরও। তাই আওয়ামী লীগ দায়িত্ব পালন করছে। সংঘাত নয়, প্রতিযোগিতা চায় আওয়ামী লীগ।

আর খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কিনা, তা তার মুক্তির শর্তের ওপর নির্ভর করবে বলেও এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এইসএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।