ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ নিয়ে যা জানালেন আইনমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ নিয়ে যা জানালেন আইনমন্ত্রী

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আবেদন পেলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রোববার (৫ মার্চ) দুপুরে রাজধানীর বিচার প্রশিক্ষণ প্রশাসন ইনস্টিটিউট মিলনায়তনে সরকারি মামলার ট্র্যাকিং সিস্টেম ‘সলট্র্যাক’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

আগামী ২৪ মার্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারসাজা স্থগিতের মেয়াদ শেষ হবে। বিএনপির পক্ষ থেকে মেয়াদ বাড়ানোর কোনো আবেদন পেয়েছেন বা তাকে পুনরায় কারাগারে পাঠানোর পরিকল্পনা সরকারের আছে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আমরা এখনো কোনো আবেদন পাইনি। আবেদন পেলে সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এসকেবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।