ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

যশোরে আ.লীগের ৭৫ নেতা-কর্মীর আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
যশোরে আ.লীগের ৭৫ নেতা-কর্মীর আত্মসমর্পণ

যশোর: নাশকতার পৃথক তিনটি মামলায় যশোরে আওয়ামী লীগের ৭৫ জন নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন।  

আত্মসমর্পণকারীদের মধ্যে বাঘারপাড়া উপজেলার ৩৬ জন এবং অভয়নগর উপজেলার ৩৯ জন নেতা-কর্মী রয়েছেন।

 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এসব নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন দুই থানার জিআরও পান্নু।  

আদালত সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর বাঘাপাড়ার রাঘবপুর গ্রামের খোকন লস্কর বাদী হয়ে ৩০৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। অভিযোগ করা হয়, ২০২৩ সালের ২ নভেম্বর বিএনপির পদযাত্রা অনুষ্ঠানে যাচ্ছিলেন বাদীসহ বিএনপির প্রায় দেড়শ নেতা-কর্মী। সেসময় বন্দবিলা ইউনিয়নের সেকেন্দারপুর ভাটার আমতলায় পৌঁছালে আসামিরা তাদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালান।  

বাদীর অভিযোগ, ওইদিন আসামিদের বোমা হামলায় বিএনপির কয়েকজন নেতা-কর্মী আহত হন।

ওই মামলায় বৃহস্পতিবার বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের ৩৬ জন নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করলে বাঘারপাড়া আমলি আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

এছাড়া অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের জোবাইর হোসেন গত বছরের ৪ আগস্ট বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, বোমা বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে ওই বছরের ১০ ডিসেম্বর একটি মামলা করেন। ওই মামলায় এজাহারভুক্ত ২৮ জন আসামি বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন।

এছাড়াও অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের উজ্জ্বল গাজী বাদী হয়ে গত বছরের ১০ ডিসেম্বর অভয়নগর থানায় আর একটি মামলা করেন। এ মামলার আসামি আওয়ামী লীগের ২১ জন বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন।  

অভয়নগর আমলি আদালতের বিচারক ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।