ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ব্যর্থ প্রাণের আবজর্না পুড়িয়ে ফেলে আগুন জ্বালো 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
ব্যর্থ প্রাণের আবজর্না পুড়িয়ে ফেলে আগুন জ্বালো 

বরিশাল: ‘ব্যর্থ প্রাণের আবজর্না পুড়িয়ে ফেলে আগুন জ্বালো’ স্লোগানে বরিশালে ভিন্ন এক বার্তা দিয়ে মঙ্গল শোভযাত্রা বের করেছে প্রগতিশীল রাজনৈতিক সংগঠন।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে বরিশাল নগরের ফকির বাড়ি রোডস্থ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কার্যালয়ের সামনে থেকে শোভযাত্রাটি বের করা হয়।

বরিশাল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ফকির বাড়ি রোডেই এসে শেষ হয়শোভযাত্রার।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী বাসদের বরিশার জেলা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, মঙ্গল শোভাযাত্রার যাত্রা শুরু হয়েছিল স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। আজকে মঙ্গল শোভাযাত্রায় যদি স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ না হয় তাহলে মঙ্গল শোভাযাত্রার বার্তা মানুষের কাছে পৌঁছাবে না।  

ছাত্রনেতা সুজয় শুভ বলেন, অমঙ্গলে গোটা দেশ ভরে গেছে। জনগণের নাভিশ্বাস উঠে যাচ্ছে। এই অমঙ্গলের বিরুদ্ধে লড়াই না করে মঙ্গলের আকাঙ্ক্ষা কোনোভাবেই করার সুযোগ নেই।

সংগঠক হুজাইফা রহমান বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এই তিনটি সংগঠনের উদ্যোগে গঠিত গণতান্ত্রিক ছাত্রজোটের আয়োজনে শোভাযাত্রাটি করা হয়েছে। আমরা মানুষের সত্যিকারের মঙ্গল যেন হয় সেই সব বিষয় তুলে ধরেছি।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এমএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।