ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে যুবলীগের সাবেক নেতাকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
লক্ষ্মীপুরে যুবলীগের সাবেক নেতাকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানকে গুলি হত্যা করা হয়েছে। এ সময় ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব হোসেন গুলিবিদ্ধ হয়েছেন।

 

সোমবার (২৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  

যুবলীগ নেতা নোমানের মরদেহ জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবের অবস্থা গুরুতর। তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।  

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন যুবলীগ নেতা নোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, নোমানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আর গুলিবিদ্ধ রাকিবের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের দুইজনের মাথা এবং মুখে গুলির আঘাত রয়েছে।  

এ ঘটনায় বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জেহাদীকে দায়ী করেছে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা নোমানের বড় ভাই মাহফুজুর রহমান।

দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) ইকতার বাংলানিউজকে বলেন, পোদ্দার বাজার-নাগেরহাট সড়কে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আমি ঘটনাস্থলে আছি।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।