ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মে দিবস উপলক্ষে রাজধানীতে জাপার গণমিছিল

সিনিয়র করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মে ১, ২০২৩
মে দিবস উপলক্ষে রাজধানীতে জাপার গণমিছিল

ঢাকা: মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে গণমিছিল ও সমাবেশ করেছে জাতীয় পার্টি (জাপা)।

সোমবার (১ মে) বিকেলে রাজধানীর শ্যামপুরের জুরাইনে গণমিছিল ও সমাবেশের আয়োজন করে শ্যামপুর-কদমতলীর থানা জাতীয় পার্টি।

 

এতে শ্যামপুর-কদমতলী জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

গণমিছিলের আগে সমাবেশে বক্তারা বলেন, একটি রাজনৈতিক দলের মুখে শুধু উন্নয়নের পুঁথিপাঠ শুনি, শুধু উন্নয়ন করেই মানুষের মন পাওয়া যায় না। উন্নয়নের পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক সহবস্থান। আমরা বৈষম্যবিহীন রাষ্ট্র চাই। আর এর জন্য সরকারকেই ভূমিকা রাখতে হবে।

তারা আরও বলেন, আজকে যদি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতি সহিংস হয়ে ওঠে তাহলে এদেশে সাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতা বিরোধী চক্ররা আবার ষড়যন্ত্র শুরু করবে। আর তা প্রতিহত করতে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোসহ দেশবাসীকে সজাগ থাকতে হবে।

গণমিছিলটি জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনের সড়ক থেকে শুরু হয়ে ধোলাইপাড় মোড় ঘুরে জুরাইন রেলগেট চত্বরে গিয়ে শেষ হয়।  

সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাউসার আহমেদ। বক্তব্য দেন- পার্টির কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সারফুদ্দিন আহমেদ শিপু, সুজন দে, শাহনাজ পারভীন, শ্যামপুর থানার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, কদমতলী থানার সিনিয়র সভাপতি মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন মিন্টু, শ্যামপুর থানার সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মে ০১, ২০২৩
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।