ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির চার দিনের কর্মসূচি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মে ১৩, ২০২৩
বিএনপির চার দিনের কর্মসূচি ঘোষণা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায় ও গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

শনিবার (১৩ মে) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিগুলো হলো: আগামী ১৯ মে (শুক্রবার) ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলায় ও মহানগরে জনসমাবেশ। ২০ মে (শনিবার) ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর জনসমাবেশ করবে বিএনপি। ২৬ মে ঢাকা উত্তর মহানগরসহ ২০ জেলা ও ২৭ মে ঢাকা দক্ষিণ মহানগরসহ ১৫ জেলায় শান্তিপূর্ণভাবে জনসমাবেশের ঘোষণা দিয়েছেন দলটি।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মে ১৩, ২০২৩
টিএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।