ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সংসদ সদস্য-নায়ক ফারুকের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মে ১৫, ২০২৩
সংসদ সদস্য-নায়ক ফারুকের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

ঢাকা: বাংলা চলচ্চিত্র অভিনেতা, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।  

সোমবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান তার মেধা ও দক্ষতা দিয়ে একদিকে যেমন দেশের সেবা করেছেন, অন্যদিকে কালজয়ী অনেক সিনেমা উপহার দিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে স্মরণীয় হয়ে থাকবেন।

বিরোধীদলীয় নেতা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।  

উল্লেখ্য, সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক সোমবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।