ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দেশে উন্নয়ন হয়েছে বলেই আ.লীগ আবারো বিজয়ী হবে: সমীন চন্দ্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
দেশে উন্নয়ন হয়েছে বলেই আ.লীগ আবারো বিজয়ী হবে: সমীন চন্দ্র

মেহেরপুর: বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র বলেন, দেশে উন্নয়ন হয়েছে বলেই আওয়ামী লীগ আবারো বিজয়ী হবে। বাংলাদেশ দুর্বার গতিতে উন্নয়নে এগিয়ে যাচ্ছে।

আর এ উন্নয়নকে রোধ করতে একটি মহল নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।

শনিবার (১৮ জুন) বিকেলে গাংনী উপজেলা শহরের শহীদ রেজাউল চত্বরে আয়োজিত কৃষকলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গাংনী উপজেলা কৃষক লীগের সভাপতি মাহমুদ হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলন উদ্বোধক ছিলেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহবুবুল আলম শান্তি। প্রধান বক্তা ছিলেন মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পানু, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুল ইসলাম স্বপন, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মিনারুল ইসলাম ও সহ-দপ্তর সম্পাদক শওকত হোসেন সানু।

গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায় সম্মেলনে কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন।

সম্মেলনের শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা শহীদ রেজাউল চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।