ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কেয়ারফুল, তিন মাস অনেক খেলা হবে: শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
কেয়ারফুল, তিন মাস অনেক খেলা হবে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ষড়যন্ত্র শুরু হয়েছে। মোশতাকের বংশধররা আছে।

সাদা চামড়া দেখলেই গোলামী শুরু করে, গান গাওয়া শুরু করে। এটা স্বাধীন বাংলাদেশ। কেয়ারফুল থাকেন আগামী তিন মাস। দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা করবে। নির্বাচন বন্ধ করার জন্য অনেক খেলা হবে। তবে নির্বাচন হবে এবং জাতির পিতার কন্যাই প্রধানমন্ত্রী হবে।

শুক্রবার (৭ জুলাই) ফতুল্লার ডিএনডি এলাকা পরিদর্শন শেষে এক কর্মীসভায় অংশ নিয়ে কথাগুলো বলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

এ সময় বিএনপি-জামায়াতের রাজনীতি করা নিয়ে কোনো প্রভাব খাটাননি বলেও দাবি করেন শামীম। তিনি বলেন, আমি কোথাও প্রভাব খাটাইনি। বিএনপি জামাত রাজনীতি করুক। তারা জাতির পিতার কন্যাকে নিয়ে যেসকল কথা বলছে। আমাদের বয়স হয়েছে কলিজা ছোট হয়নি। মা বলে গো বলার সময় পাবেন না। নেত্রীকে গালি দিয়ে স্লোগান দেন! দৌড় দিয়ে পোষাবে না। জনগণ আমাদের ক্ষমতায় উৎস। যা করবো জনগণকে নিয়েই করবো।

তিনি বলেন, আমাকে ফেল করিয়ে তাকে পাশ করিয়েছিল মোহাম্মদ আলী ভাই। তারা আবার মাঠে নেমেছে। সেনাবাহিনী কী চোর? তারা কি চুরি করে। ওরা বলে পার্সেন্টেজ নেয়। কত মানুষকে মেরে ফেলা হয়েছে। আমার কর্মীরা বলে আর কত চুপ করে থাকবো। আমি চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহর নামে কসম খেয়ে বলছি বিএনপি ক্ষমতায় আসবে না। খোঁচা দিয়ে কথা বলবেন না, জনগণ সমর্থন দিলে দিবে।

আমার বাবা বঙ্গবন্ধুর পরিবারকে রক্ষা করতে গিয়ে রক্ত দিয়েছে। প্রথম এয়ার অ্যাটাক করেছে। রেডিও, পার্লামেন্টে ভাষণ দিয়েছিলেন। আমার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত। সামনে সময় খারাপ। দেশটাকে একটা শ্রেণী আমাদের পরাধীন করতে চায়। সবাই এসে আমাদের এখানে কথা বলে। আমরা মাথানত করতে আসিনি। বঙ্গবন্ধুর ডাকে পাকিস্তানি বাহিনী নাকে খত দিয়েছিল। আর আমরা তাকে মেরে ফেলেছি।

ফতুল্লা নিয়ে কথা বলতে গিয়ে শামীম বলেন, ফতুল্লাকে সিটি করপোরেশনে নিতে চায়। ফতুল্লায় যে পরিমাণ কাজ হয়েছে। আমার একটা স্বপ্ন আছে- এটাকে আমি মেডিকেল ও এডুকেশনাল হাব বানাবো। আমি এ রোডটা এমনভাবে গড়বো যে আমার শহরের মানুষদের ঢাকা যেতে না হয়। এমন কোনো স্কুল নেই রাস্তা নেই যেখানে কাজ করিনি। শুধু ড্রেনেজে কিছু সমস্যা। এগুলোও হয়ে যাবে। এগুলো কী ভোটের জন্য করছি? না। কারণ আমি জানি আমি মারা যাবো। আমাকে মরতেই হবে, আজ বা কাল। মৃত্যুর পর যেন মানুষ আমার জন্য কাঁদে, আর কী চাই।

কথা প্রসঙ্গে তিনি বলেন, বায়তুল আমান গুড়িয়ে দেওয়া হয়েছিল, ১৬ জুন বোমা হামলা করা হল। কী অপরাধ করেছিলাম আমরা। আমরা ওই গোলাম আজম গংকে নিষিদ্ধ করেছিলাম৷ সেকারণে আমাদের অফিসে বোমা বিস্ফোরণ করা হল। আমি রক্তের ওপর শুয়ে ছিলাম। আমাদের অপরাধ কী। ১৬ বছর হয়ে গেছে৷ যখন দেশে ফিরি এক দিনের নোটিশে নারায়ণগঞ্জ এসেছিলাম। নারায়ণগঞ্জের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত হয়েছিল। আমরা গোরস্থানে কবর জিয়ারত করতে গিয়েছিলাম। আমাকে ডিবি আটকে বলল কোথায় যাবেন, আমি বললাম রাইফেল ক্লাব। সেখানে হাজার পাঁচেক লোক ছিল পুলিশ, র‌্যাবসহ। আমরা তো অনেক আগের খেলোয়াড়। ওসিকে বললাম নেমে দরজা খোলেন। নামার সাথে সাথে গাড়ি নিয়ে এলাকায় ঢুকলাম। চাষাড়ায় ঢুকলাম, মাইকে এনাউন্স করা হল। আমি ছাদ থেকে দেখলাম মহিলারা দরজার সামনে বসে পড়ল কোরআন পড়তে। মায়েরা বাচ্চাদের বলছিল যদি তোর চাচাকে পুলিশ নিয়ে যায় বুঝবি মায়ের দুধের ঋণ শোধ করতে পারিসনি। আমার আর কী চাওয়ার থাকতে পারে।

পরে ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে এবং বাঁধের মধ্যে বসবাসকারী ফতুল্লার চার নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত লালপুর পৌষাপুকুর পাড় এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন এ সংসদ সদস্য। স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেন। স্থানীয়দের সমস্যার কথা শুনে অতি দ্রুত জলাবদ্ধতা নিরসন করবেন বলে আশ্বাস দেন। নোংরা পানিতে নেমে লালপুর-পৌষাপুকুর পাড়বাসীর দুর্দশাও সরজমিনে দেখেন শামীম।

এ সময় তিনি বলেন, আগামীকাল (শনিবার) থেকেই এখানে একটি পাম্প বসানে হবে। এই পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এই বর্ষার পুরে মৌসুম এই পাম্প চলবে। তবে আশা করি আগামী বর্ষা থেকে আর পাম্পের প্রয়োজন পড়বে না।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ