ঢাকা: দিনাজপুরের ফুলবাড়ীতে জমি-জলা-পরিবেশ-মানুষ রক্ষার দাবিতে ২০০৬ সালের ২৬ আগস্ট অভ্যুত্থানের শহীদ আমিন, সালেকীন, তরিকুল স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার (২৬ আগস্ট) ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, তেল গ্যাস বিদ্যুৎ বন্ধর রক্ষা জাতীয় কমিটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, আবদুল্লাহ ক্বাফী রতন, অ্যাড. হাসান তারিক চৌধুরী সোহেল, সিপিবি নেতা আব্দুল কাদের, সেকেন্দার হায়াৎ, খান আসাদুজ্জামান মাসুম, জহিরুল ইসলাম ও নুরুল ইসলাম গাজী।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
আরকেআর/জেএইচ