ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কেয়ারটেকার নয় পাপেট সরকার চায় বিএনপি: শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
কেয়ারটেকার নয় পাপেট সরকার চায় বিএনপি: শামীম ওসমান

নারায়ণগঞ্জ: কেয়ারটেকার সরকার নয় বরং বিএনপি পাপেট সরকার চায় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ফতুল্লার পঞ্চবটীতে পঞ্চবটী মুক্তারপুর সড়কের কাজের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

শামীম বলেন, আমরা আশা করছি আগামী দুই-তিন দিনের মধ্যে তফসিল ঘোষণা হবে। পুরো জাতি নির্বাচনের জন্য প্রস্তুত। বিএনপি ও জামায়াত যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, ২০১৩-১৪ সালে ওরা যেভাবে আগুন সন্ত্রাস করেছিল আবারও সে পায়তারা করছে। আমাদের কাছে খবর আছে আগামী সাত-আটদিন ওরা এটা আরও বাড়াবে।

তিনি বলেন, তাদের মূল উদ্দেশ্য কেয়ারটেকার না। ওদের উদ্দেশ্য বাংলাদেশে একটা পাপেট সরকার আনা এবং দেশটাকে একটা কলোনির মতো চালানো।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, পৃথিবীর বহু জায়গায় নির্বাচন হচ্ছে। সেখানে কোনো কথা নেই। গাজায় হাসপাতালে আগুন দিচ্ছে, সেখানে মানবাধিকার নিয়ে প্রশ্ন ওঠে না। শুধু বাংলাদেশ নিয়ে তারা খুব উদগ্রীব। এর কারণ আমাদের ভৌগলিক সীমা। আমরা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছি। এ কারণেই লন্ডনে থাকা খুনি তারেক রহমানের নির্দেশে যেকোনো উপায়ে তারা এই নির্বাচনটা বন্ধ করতে চায়।

নির্বাচন হবে, সময়মত হবে। কিছু ডালপালা হয়ত ভাঙবে, কিছু শামীম ওসমান হয়ত মরবে। ওরা আমাদের ওপর আঘাত করতেই পারে। বারবার করেছে৷ জাতির পিতার কন্যাকে হত্যার চেষ্টা করেছে, আমাদের ওপর বোমা হামলা করেছে। আমাদের ওপর নির্দেশ শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে। আমরা সেটা রাখবো। সময় মতো নির্বাচন হবে এবং উন্নয়ন চলমান থাকবে।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নিজেকে জনগণের সেবক দাবি করে বলেন, আমরা জনগণকে নিয়ে চলি। জনগণ যদি ওদের প্রতিহত করতে চায় আমরা প্রতিহত করবো। ওদের বলতে চাই আপনারও বাড়িঘর আছে। মানুষ ওদিকে চোখ দিলে তখন তাদের রক্ষা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে।

এ সময় শামীমের সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।