ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পঙ্কজ ভট্টাচার্যের প্রতিকৃতিতে রাশেদ খান মেননের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
পঙ্কজ ভট্টাচার্যের প্রতিকৃতিতে রাশেদ খান মেননের শ্রদ্ধা

ঢাকা: বিশিষ্ট বামপন্থি নেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঐক্য ন্যাপের সভাপতি কমরেড বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্যের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য (এমপি) রাশেদ খান মেনন।

বুধবার (২৪ এপ্রিল) রাজধানীর রমনা টেনিস কমপ্লেক্সের অস্থায়ী বেদিতে পঙ্কজ ভট্টাচার্যের ১ম প্রয়াণ দিবসে তার প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন, কিশোর রায়, সাদাকাত হোসেন খান বাবুল, ঢাকা মহানগর পার্টির নেতা জাহাঙ্গীর আলম ফজলু, কমরেড তাপস কুমার রায়, অফিস কমিটির সদস্য জহুরুল হক, ফুলবাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।