ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

রাজনীতি

‘আমরা বিএনপি পরিবার’ নামে নতুন সেল গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
‘আমরা বিএনপি পরিবার’ নামে নতুন সেল গঠন

ঢাকা: বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাদের সহায়তার জন্য ‘আমরা বিএনপি পরিবার’ নামে নতুন সেল গঠন করেছে বিএনপি। নবগঠিত এ সেলের দায়িত্বে রয়েছেন দলটির দুজন উপদেষ্টা।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার বিএনপি নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয়ে ‘আমরা বিএনপি পরিবার’ নামে সেল গঠন করা হয়, যার প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সেলে নতুন দুজন উপদেষ্টা অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন- ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন ও আলমগীর কবীর।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
ইএসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad