ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে: মির্জা আব্বাস 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে: মির্জা আব্বাস  ছবি: ডিএইচ বাদল

ঢাকা: সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নেতাকর্মীদের প্রতি আমার অনুরোধ থাকবে বিভিন্ন যায়গা থেকে হামলার অভিযোগ আসছে আমার কাছে। আমার নেতাকর্মীদের বিরুদ্ধেও আমার কাছে অভিযোগ আসছে, অনেকে সুযোগ সন্ধানী হয়ে বিভিন্ন যায়গায় গন্ডগোল থেকে শুরু করে নানা অপকর্ম করতে চাচ্ছেন।

এসকল সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বহু লোক এখন খোলস পালটে সুযোগ সুবিধা নিতে চাইবে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।  

বুধবার (৭ আগষ্ট) নয়া পল্টনে বিএনপির আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, এবারের আন্দোলন বিদেশি কোন প্রভুর সহায়তা ছাড়াই সফল হয়েছে। আমাদের দেশের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আন্দোলনের মাধ্যমে আমরা দেশকে মুক্ত করতে পেরেছি।

মির্জা আব্বাস বলেন, আল্লাহতালার কাছে লাখো শুকরিয়া। আমরা প্রতিনিয়ত দোয়া করতাম ফেসিবাদ থেকে দেশনেত্রী ও দেশের মানুষকে মুক্ত করার। আল্লাহতালা আমাদের সে দোয়া কবুল করে নিয়েছে। যারা এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই।  

মির্জা আব্বাস বলেন, আগামীকাল আমাদের অনেক নেতা  কারা মুক্তি পেয়েছেন। ফেসিস্ট সরকার পানির স্রোতের মত করে আমাদের নেতাকর্মীদের জেলে ঢুকিয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর কাল আমাদের নেতাকর্মীরা শান্তিতে ঘরে ঘুমাতে পেরেছেন। আমিও কাল অনেক শান্তিতে ঘুমিয়েছি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৪
ইএসএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।