ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অন্য দলের দুর্বৃত্তদের জায়গা দিলে কঠোর শাস্তি: যুবদল সম্পাদক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
অন্য দলের দুর্বৃত্তদের জায়গা দিলে কঠোর শাস্তি: যুবদল সম্পাদক

রাজশাহী: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, অন্যায়ভাবে কারো অধিকার হরণ করবেন না। কোনো দখলবাজি করবেন না।

কেউ দুর্বৃত্তপনা করলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজশাহীতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নয়ন বলেন, আপনারা যদি দুর্বৃত্তদের আশ্রয় দেন, যারা আমাদের দল করেনি, অন্য দল করেছে, তাহলে আপনাদের কোনো ক্ষমা করব না। আপনারা গত ১৮ বছর ধরে যে লড়াইটা করেছেন তা কোনো ব্যক্তি স্বার্থে নয়, দেশের জন্য দেশের জনগণের জন্য। এখন যদি আপনারা দুর্বৃত্তদের আশ্রয় দেন, তাহলে আপনারা নৈতিকতা থেকে বিচ্যুত হলেন।

তিনি বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের জমি দখল করেছে। আপনারাও যদি সেই কাজ করেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের লোকজন যাদের জায়গা দোকানপাট দখল করেছিল, সেগুলো আসল মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

যুবদল সাধারণ সম্পাদক আরো বলেন, গত ১৬ বছর আমরা বাড়িতে থাকতে পারিনি। ভালোভাবে ঘুমাতে পারিনি। এখন তো আমরা ভালোভাবে ঘুমাতে পারছি। বাড়িতে থাকতে পারছি। ভবিষ্যতে যদি আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে আপনারা ন্যায্য অধিকার ফিরে পাবেন। কিন্তু অন্যায়ভাবে কারো অধিকার হরণ করবেন না।

তিনি বলেন, আমরা আশা করি বাংলাদেশের মানুষ ১৬ বছর পরে আবার যার ভোট সে দিতে পারবে। তাই আপনাদেরকে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে না পারলে সামনে আপনাদেরও বিপদ আছে।

রাজশাহী জেলা যুবদলের সভাপতি মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে রাজশাহী বিভাগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।