ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
বরিশালে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বরিশাল: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গা পূজার শুরু থেকে মন্দিরের নিরাপত্তায় কাজ করছেন বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

বরিশাল মহানগরী এলাকায় অর্ধশত পূজা মণ্ডপে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পর্যায়ক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন তারা।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জানান, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও তাদের দোসরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব মন্দিরে বিএনপি নেতাকর্মীদের পাহারার দায়িত্বে দেওয়া হয়েছে। যাতে করে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমাদের কার্ডধারী নেতাকর্মীরা প্রতিটি মন্দিরের পাহারা নিয়োজিত রয়েছে।

সপ্তমী পূজায় নগরীর মন্দির পরিদর্শন করতে গিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ বলেন, এ দেশ আমাদের সবার। শারদীয় উৎসবে কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলেও তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। এর আগে বুধবার বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সে সময় তার সঙ্গে বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বরিশাল মহানগর পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিষু বলেন, ধর্ম যার যার উৎসব সবার। পূজা মণ্ডপে বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।