ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জামালপুরে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগ ও ছাত্রলীগের ৯ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
জামালপুরে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগ ও ছাত্রলীগের ৯ নেতা গ্রেপ্তার গ্রেপ্তারকৃতরা

জামালপুর: জামালপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতা, এক ইউপি চেয়ারম্যান ও তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (১৭ ডিসেম্বর) রাত থেকে সকাল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতারা হলেন- জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয়, আইন বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সিফাত, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পিয়াস হাসান নীল এবং আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগ কর্মী সিয়াম।

এছাড়াও জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলসহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলা এবং নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৫ ছাত্রলীগ নেতাকে। এছাড়া একই ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ চারজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। এই নয় জনকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।