ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
বগুড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মোহাম্মদ রিফাত হোসেন

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মোহাম্মদ রিফাত হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। হামলা, ভাঙচুর ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার শেরুয়া বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রিফাত ওই ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকার মো. রহিদুল ইসলামের ছেলে।  

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।