ঢাকা: স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে রুখে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক দল, সংগঠন ও দেশপ্রেমিক জনগণকে দেশগঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফ্রন্টের কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
গণফ্রন্টের চেয়ারম্যান ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির আহ্বায়ক ও উপদেষ্টা ব্যারিস্টার আকমল হোসেন, মহাসচিব অ্যাডভোকেট আহমেদ আলী শেখসহ দেশের রাজনৈতিক ব্যক্তিরা বক্তব্য রাখেন। এসময় গণফ্রন্টের কেন্দ্রীয় নেতারাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হলে চাই দৃঢ় মনোবলের অধিকারী সৎ, সাহসী ও দেশপ্রেমিক একজন প্রাজ্ঞ নেতৃত্ব। বাংলাদেশ আজ তেমনই একজন প্রজ্ঞাময়ী যোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। এ নেতৃত্ব অব্যাহত থাকলে বাংলাদেশ অতি শিগগিরই উন্নত রাষ্ট্রে উন্নীত হবে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপোসহীন সাহসী নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর তারই সুযোগ্য কন্যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ একের পর এক সাফল্য অর্জন করে চলছে।
২০১৪ সালের ০৫ জানুয়ারির নির্বাচন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নতুন দ্বার উন্মুক্ত করে দিয়েছে এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন ডেপুটি স্পিকার।
তিনি বলেন, ০৫ জানুয়ারির নির্বাচনে গণফ্রন্টসহ অন্যান্য রাজনৈতিক দল অংশ নিয়ে প্রমাণ করেছেন তারা সত্যিকারে দেশের জনগণের কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রাকে সমুন্নত রাখা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়।
এ সময় ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণকারী গণফ্রন্টসহ সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান ডেপুটি স্পিকার।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসএম/এসএইচ