ময়মনসিংহ: বেগম রোকেয়া নারী জাতির মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে ছিলেন বলে মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ।
তিনি বলেন, বেগম রোকেয়া বুঝতে পেরেছিলেন, মানুষের মত বাচঁতে হলে নারীদের শিক্ষা ছাড়া বিকল্প কোন পথ নেই।
বুধবার (০৯ ডিসেম্বর) দুপুরে নগরীর মুমিনন্নিসা সরকারি মহিলা কলেজ মাঠে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে রোকেয়া দিবসের আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কলেজের প্রিন্সিপাল প্রফেসর এনএ শাহজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, জেলা মহিলা পরিষদের সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, সহকারী পুলিশ সুপার (এএসপি) সীমা রানী সরকার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মছিরুন নেছা।
পরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ নারীর মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
ওএইচ/আরআই