ঢাকা: ঢাকার ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান তমিজ উদ্দিনকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
রোববার (১৩ ডিসেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকার জেলা প্রশাসক ও ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সঙ্গে ছিলেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মো. মোখলেছুর রহমান।
পরে সানজিদ সিদ্দিকী জানান, আদালত ছয় মাসের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন। এখন তমিজ উদ্দিন সাহেব স্বপদে ফিরে যাবেন।
ধামরাই থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় তমিজ উদ্দিনের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পর গত ৮ ডিসেম্বর তমিজ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
গত ১০ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন তমিজ উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ইএস/টিআই