ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শিবালয়ে ছাত্রলীগ নেতার কব্জি কর্তন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
শিবালয়ে ছাত্রলীগ নেতার কব্জি কর্তন

শিবালয় (মানিকগঞ্জ): শত্রুতার জের ধরে মানিকগঞ্জের শিবালয়ে আকাশ মজুমদার (২২) নামে ছাত্রলীগের এক নেতার হাতের কব্জি কেটে দিয়েছে দলীয় প্রতিপক্ষ।

রোববার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

রাতেই গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আকাশ উপজেলার উলাইল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং ওই এলাকার রঞ্জিত মজুমদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশের সঙ্গে একই এলাকার ছাত্রলীগ কর্মী পলাশের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাতে পলাশ মোবাইল ফোনে আকাশকে শিবরামপুর গ্রামের একটি পরিত্যাক্ত মেশিন ঘরে যেতে বলে। আকাশ সেখানে যাওয়ার পর পলাশসহ তার কয়েকজন সহযোগী হামলা চালিয়ে আকাশের ডান হাতের কব্জি কেটে দেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে কেটে ফেলা কব্জি ও একটি চাপাতি উদ্ধার করেছে। কব্জিটি দ্রুত হাসপাতালে পাঠানো হলেও সেটি তার হাতে সংস্থাপন করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ছয় মাস আগে আকাশ তার সহযোগীদের নিয়ে পলাশকে কুপিয়ে গুরুতর আহত করেছিল। সাড়ে তিনমাস চিকিৎসা শেষে কিছুদিন আগে পলাশ এলাকায় ফিরে এ ঘটনা ঘটায়।
 
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।