ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেট মহানগর জামায়াত নেতা বাহুবলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
সিলেট মহানগর জামায়াত নেতা বাহুবলে গ্রেফতার ছবি: প্রতীকী

সিলেট: সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রটারি জেনারেল শাহজাহান আলীকে হবিগঞ্জের বাহুবল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবলের দত্তগ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।



বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতার শাহজাহান আলীর বিরুদ্ধে বাহুবল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। তিনি ওই মামলার পলাতক আসামি। এছাড়াও সিলেট মহানগরে নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিকেলে তাকে হবিগঞ্জ আদালতে পাঠানো হবে।

একই থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রহমান বাংলানিউজকে বলেন, বাহুবল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা ছাড়াও সিলেট মহানগরীতে নাশকতার অভিযোগে দায়েরকৃত দু’টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহজাহান। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে কি-না খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫/আপডেট: ১৫১০ ঘণ্টা
এনইউ/এসএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।