ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এটা ভোট যুদ্ধের নির্বাচন: হান্নান শাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এটা ভোট যুদ্ধের নির্বাচন: হান্নান শাহ ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: আসন্ন পৌরসভা নির্বাচনকে ভোট যুদ্ধের নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী শহীদুল্লাহ শহীদের গণসংযোগ কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।



হান্নান শাহ বলেন, যারা সত্য ও ন্যায়ের পথে থাকে, তাদের বিজয় সুনিশ্চিত। বিএনপি সব সময় সত্য ও ন্যায়ের পথে কাজ করে। তাই খালেদা জিয়ার প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

গত উপজেলা পরিষদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলে তিনি বলেন, বর্তমান সরকারের কাছে আমরা কিছু আশা করি না। আমাদের ভোট আমাদেরই দিতে হবে।

শ্রীপুর পৌর শহরের প্রধান সড়ক ঘুরে স্থানীয় ভোটাদের কাছে লিফলেটও বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি এস এম রুহুল আমীন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।