ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আরেকটি সংগ্রামের কোনো বিকল্প নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
আরেকটি সংগ্রামের কোনো বিকল্প নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয়ের চেতনাকে ধারণ করে গণতন্ত্র ও জনগণের হারানো ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আরেকটি মুক্তি সংগ্রামের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
 
মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত গোল-টেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


 
ন্যাপ নগর যুগ্ম আহ্বায়ক মো. আনছার রহমান শিকদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বেপারী, ন্যাপ নগর নির্বাহী সদস্য তোফাজ্জল হোসেন ভানু, সোলায়মান সোহেল, মো. বেলাল হোসেন, আবদুল্লাহ আল-কাউছারী প্রমুখ।
 
এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও সাম্য, মহান স্বাধীনতার মূলমন্ত্র হলেও প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতির কারণে আমরা সে লক্ষ্য অর্জন করতে পারিনি। মূলত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।
 
দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে সবাইকে প্রতিহিংসা, প্রতিশোধ ও বিভেদের রাজনীতি পরিহার করে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান ন্যাপের মহাসচিব।
 
তিনি আরও বলেন, আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। ভোটাধিকার হরণকারী এ সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্বৈরাচার এ সরকারকে আন্তর্জাতিকভাবে কোনো দেশ স্বীকৃতি দিচ্ছে না।
 
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এজেড/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।