ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রামপুরায় পুলিশি অভিযান, ৬ শিবির কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
রামপুরায় পুলিশি অভিযান, ৬ শিবির কর্মী আটক

ঢাকা: রাজধানীর পশ্চিম রামপুরা এলাকায় উলন রোডের একটি বাসা থেকে অভিযান চালিয়ে ছয় শিবির কর্মীকে আটক করেছে রামপুরা থানা পুলিশ।

সোমবার (২১ ডিসেম্বর) দিনগত রাতে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় আটককৃতদের কাছ থেকে এক কেজি গান পাউডার, ছয়টি অবিস্ফোরিত ককটেল ও বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়।

আটককৃত হলেন, জাকির হোসেন (২৩), শফিক (২৫), রনি (২৫), রুম্মন হোসেন (২০), আতাউর রহমান (২০) ও আব্দুল কাদের (২৪)।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে, রামপুরা এলাকায় শিবির কর্মীরা বোমা তৈরির সরঞ্জামসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় শিবির কর্মীকে আটক করা হয়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মো. মোস্তাফিজুর বলেন, আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ছিল তাদের।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫/আপডেট: ১৩৩৭ ঘণ্টা
এনএ/আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।