ঢাকা: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এদেশীয় যে রাজাকার-আলবদররা যড়যন্ত্র করেছিলো, সেই মুক্তিযুদ্ধবিরোধীরা আবার সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বৃহত্তর কুমিল্লার কৃতী সন্তান’ ডাইরেক্টরির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, পাকবাহিনী মুক্তিযোদ্ধাবিরোধী গোষ্ঠীকে নিয়ে দেশের কবি-সাহিত্যিক-সাংবাদিক-বুদ্ধিজীবীসহ ৩০ লাখ মানুষকে হত্যা করেছিলো। তাদের বিরুদ্ধে আমরা যেমন লড়াই করে স্বাধীন করেছি, সেই মনোবল নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫/আপডেট: ১২৩১ ঘণ্টা
এসএস/এসএস