ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বাবা-ছেলেসহ ৪ জেএমবি সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
বগুড়ায় বাবা-ছেলেসহ ৪ জেএমবি সদস্য আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া শহরের ছিলিমপুর এলাকায় অভিযান চালিয়ে গোপন বৈঠক চলাকালে বাবা-ছেলেসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চারজন সক্রিয় সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটকরা হলেন, গাবতলী উপজেলার পার-কাকড়া গ্রামের ফজলে রাব্বী (৫৮), তার ছেলে রংপুর কারমাইকেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র আহাম্মদ সাইফুল্লাহ সাদিক (১৯), বগুড়া শহরের ছিলিমপুর উত্তরপাড়ার আনিছুর রহমানের ছেলে ওসামা বিন আনিছ (১৯) ও আনিছুর রহমানের মেয়ের জামাই ইমামুস সাকলাইন ওরফে রিহান (২৩)।



মঙ্গলবার (২২ডিসেম্বর) বেলা সোয়া ১২টায় জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ছিলিমপুর উত্তরপাড়ায় জনৈক আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন জানানো হবে।
 
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এমবিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।