ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে বাংলাদেশ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে বাংলাদেশ’ ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে আত্মত্যাগ নিয়ে প্রশ্ন তুললে,অব্যাহতভাবে কটাক্ষ অব্যাহত থাকলে সরকার ও দেশের জনগণ পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে।
 
মঙ্গলবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 
 
মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ।
 
পাকিস্তান পার্লামেন্টের নিন্দা প্রস্তাবের নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, পাকিস্তান যদি অব্যাহতভাবে আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে থাকে, ‘লোক মারা যায়নি’, ‘গণহত্যা হয়নি’, ‘মা-বোনরা ধর্ষিত হয়নি’ বলতে থাকে তাহলে বাংলাদেশ সরকার ও জনগণ বলতে বাধ্য হবে যে, পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে না। “
 
জিয়াউর রহমান এবং খন্দকার মোশতাকের মরণোত্তর বিচার দাবি করে মন্ত্রী বলেন, ‘সেদিন খুনি মোশতাক, জিয়াউর রহমান পাকিস্তানের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে আমাদের মুক্তিযুদ্ধকে বানচাল করার চেষ্টা করেছিল। আমি মনে করি জিয়া-মোশতাকের মরণোত্তর বিচার হওয়া উচিৎ। “
 
আয়োজক সংগঠনের সভাপতি জাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। এছাড়াও প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক আলোচনা সভায় বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এমইউএম/এমএইচপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।