ঢাকা: মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে খালেদা জিয়ার বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
বুধবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জয় বাংলা’ স্লোগান জাতীয়করণের দাবিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া পাকিস্তানের চর হিসেবে জামায়াতকে সঙ্গে নিয়ে খুনের রাজনীতিতে মেতে উঠেছেন। তিনি উন্মাদের মতো আচরণ করছেন। কয়েকজন দেশি কুলাঙ্গার নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে মন্তব্য করছেন।
পাকিস্তানি দূতাবাস দেশে জঙ্গিদের মদদ দিচ্ছে। এর জন্য সরকারকে সর্তক থাকতে হবে, বলেন তিনি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৫
আরইউ/আরএম